ষষ্ঠ অধ্যায় (অভ্যাস-যােগ)
.jpeg)
ষষ্ঠ অধ্যায় অভ্যাস-যােগ শ্রীভগবান কহিলেনঃ- ফল-আশা না রাখিয়া যিনি কদাচন। নিত্য-নৈমিত্তিক কর্ম করেন সাধন।। তিনিই প্রকৃত যােগী সন্ন্যাসী নিশ্চয়। যজ্ঞহীন ক্রিয়াহীন সন্ন্যাসী হয়।১. যােগরূঢ় হতে চান যে মুনি যখন। কর্মই সাধন-হেতু তাহার তখন।। যােগারূঢ় অতঃপর তিনি ধনঞ্জয়।। কর্ম-সন্ন্যাসই তার সাধন নিশ্চয়।।২-৩ . সমস্ত সংকল্প ত্যাগ যাহার যখন। ইন্দ্রিয় বিষয়ে নাহি আসক্তি কখন।। নিবৃত্তি নিশ্চিত যার কর্ম-অনুষ্ঠানে। যােগারূঢ় তাহাকেই কহে সাধুজনে।।৪ মনকে যে আত্মবশে না রাখিতে পারে। তার সম নাহি শত্ৰু এই চরাচরে।। শীত উষ্ণ সুখ-দুঃখ মান-অপমান। হইয়াছে যে আত্মার সমতুল্য-জ্ঞান। সংযত প্রশান্ত পার্থ সে আত্মা নিশ্চিত। পরমাত্মা সে আত্মায় স্থির সমাহিত।।৫-৭ প্রসন্ন বিজ্ঞান জ্ঞানে যাহার অন্তর। অবিকার জিতেন্দ্রিয় যিনি নিরন্তর।।৮ মৃত্তিকা-প্রস্তর স্বর্ণে সম যার জ্ঞান। যােগারূঢ় যােগী তিনি শাস্ত্রের বিধান।। . পরহিতে ব্ৰতী যিনি স্নেহের কান্ডারী। সৰ্ব্বজীবে সমভাব দরশনকারী।। পাপী তাপী সাধু জ্ঞা...