Posts

Showing posts from July, 2022

ষষ্ঠ অধ্যায় (অভ্যাস-যােগ)

Image
  ষষ্ঠ অধ্যায়   অভ্যাস-যােগ শ্রীভগবান কহিলেনঃ- ফল-আশা না রাখিয়া যিনি কদাচন।  নিত্য-নৈমিত্তিক কর্ম করেন সাধন।।  তিনিই প্রকৃত যােগী সন্ন্যাসী নিশ্চয়।  যজ্ঞহীন ক্রিয়াহীন সন্ন্যাসী হয়।১.  যােগরূঢ় হতে চান যে মুনি যখন। কর্মই সাধন-হেতু তাহার তখন।।  যােগারূঢ় অতঃপর তিনি ধনঞ্জয়।।  কর্ম-সন্ন্যাসই তার সাধন নিশ্চয়।।২-৩ . সমস্ত সংকল্প ত্যাগ যাহার যখন।  ইন্দ্রিয় বিষয়ে নাহি আসক্তি কখন।।  নিবৃত্তি নিশ্চিত যার কর্ম-অনুষ্ঠানে।  যােগারূঢ় তাহাকেই কহে সাধুজনে।।৪  মনকে যে আত্মবশে না রাখিতে পারে। তার সম নাহি শত্ৰু এই চরাচরে।। শীত উষ্ণ সুখ-দুঃখ মান-অপমান।  হইয়াছে যে আত্মার সমতুল্য-জ্ঞান।  সংযত প্রশান্ত পার্থ সে আত্মা নিশ্চিত।  পরমাত্মা সে আত্মায় স্থির সমাহিত।।৫-৭ প্রসন্ন বিজ্ঞান জ্ঞানে যাহার অন্তর।  অবিকার জিতেন্দ্রিয় যিনি নিরন্তর।।৮  মৃত্তিকা-প্রস্তর স্বর্ণে সম যার জ্ঞান।  যােগারূঢ় যােগী তিনি শাস্ত্রের বিধান।। .  পরহিতে ব্ৰতী যিনি স্নেহের কান্ডারী।  সৰ্ব্বজীবে সমভাব দরশনকারী।। পাপী তাপী সাধু জ্ঞা...

পঞ্চম অধ্যায় (কৰ্ম্ম সন্ন্যাস যােগ)

Image
  পঞ্চম অধ্যায় কৰ্ম্ম সন্ন্যাস যােগ  অৰ্জন কহিলেনঃ পর্বে তুমি কর্ম ত্যাগে দিয়া উপদেশ।  পুনরায় কর্মযােগ কহ হৃষীকেশ৷৷  ইহাদের মধ্যে শ্রেষ্ঠ করিয়া নিশ্চয়। কোন পথ শুভ মােরে বল দয়াময়।।১  শ্রীভগবান কহিলেনঃ- সন্ন্যাস ও কর্মযােগ শুন ধনঞ্জয়।।  উভয়েই মােক্ষদায়ী সত্য অতিশয়।।  তথাপি এ কৰ্ম্মযােগ ওহে ধনঞ্জয়।।  সন্ন্যাস হইতে কিন্তু শ্রেষ্ঠ অতিশয়।।২  জ্ঞানকর্ম ভিন্ন বলে অজ্ঞান যে জন। বলেন ভিন্ন তাহা পন্ডিত সুজন।।।  একটিও হয় যদি সম্যক্ সাধিত।।  উভয়ের ফললাভ জানিবে নিশ্চত।।৩-৪ জ্ঞাননিষ্ঠ সেই সাধু লভে যেই স্থান।  কৰ্ম্ম করি কৰ্ম্মযােগী পান সেই স্থান।।। দেখেন উভয় যােগ একরূপ যিনি।।  পরমার্থ প্রাপ্ত জেনাে কেবল সে তিনি।৫  কৰ্ম্ম ভিন্ন মহাবাহাে! সন্ন্যাস গ্রহণ।  তাও জানিবে কিন্তু দুঃখের কারণ।।  যােগযুক্ত হয়ে যত কর্ম যােগীগণ।  অচিরেই প্রাপ্ত হন ব্রহ্ম সনাতন।।৬  যােগযুক্ত শুদ্ধচেতা বিজিত হৃদয়।  সকল জীবের আত্মা যার আত্মা হয়।।  এইরূপ জিতেন্দ্রিয় ব্যক্তি যেই জন।  কর্ম করিয়াও তিনি বদ্ধ নাহি হ...