চতুর্থ অধ্যায় (জ্ঞান যােগ)

চতুর্থ অধ্যায় জ্ঞান যােগ শ্রীভগবান কহিলেনঃ- শাশ্বত এ জ্ঞান-যােগ অব্যয় অক্ষয়। বলেছি সূৰ্য্যেরে আমি পূর্বে সমুদয়।। সূৰ্য্য কহিয়াছিলেন মনুকে সাদরে। কহিলা মনু তাহা ইক্ষাকু নরবরে।।১ এই ভাবে এই যােগ রাজা-ঋষিগণ। পরস্পর প্রাপ্ত হন যােগ বিবরণ।।২ ভক্ত তুমি সখা তুমি প্রিয় তুমি মম। জ্ঞানকৰ্ম্ম যােগতত্ত্ব অতি অনুপম৷৷ বলিনু তােমারে আজি নাহি কহি সবে। উত্তম রহস্য কথা শুন সখা ভবে।।৩ অর্জুন কহিলেনঃ- বহুপূর্বে জন্মিয়াছে সূৰ্য্য যে তােমার। জন্মিয়াছ বহু পরে তুমি হে তাহার।। কেমনে বুঝিব তবে ওহে জনার্দন। দিবাকরে বলেছিলে যােগ বিবরণ।।৪ শ্রীভগবান কহিলেনঃ- গিয়াছে হইয়া মাের বহুজন্ম গত। জনম নিশ্চয় পার্থ তােমার সে মত।। আদি জানি অন্ত জানি জানি সমুদয়। রেখেছি জানিয়া আমি ওহে ধনঞ্জয়।।৫ জনম-মরণ নাহি আমার কখন। নিখিল ঈশ্বর আমি জানে সর্বজন।।৬ হে অর্জুন! ধৰ্ম্মহানি যখনই হয়। অধর্মের আবির্ভাব ঘটে যে সময়।। আপনি সৃজন করি আমি আপনায়। আবির্ভূত হই আমি তখনি ধরায়।।৭ করিবারে পরিত্রাণ যত বুধগণে।। দুষ্...