Posts

Showing posts from June, 2022

চতুর্থ অধ্যায় (জ্ঞান যােগ)

Image
  চতুর্থ অধ্যায় জ্ঞান যােগ শ্রীভগবান কহিলেনঃ- শাশ্বত এ জ্ঞান-যােগ অব্যয় অক্ষয়। বলেছি সূৰ্য্যেরে আমি পূর্বে সমুদয়।। সূৰ্য্য কহিয়াছিলেন মনুকে সাদরে।  কহিলা মনু তাহা ইক্ষাকু নরবরে।।১  এই ভাবে এই যােগ রাজা-ঋষিগণ।  পরস্পর প্রাপ্ত হন যােগ বিবরণ।।২  ভক্ত তুমি সখা তুমি প্রিয় তুমি মম। জ্ঞানকৰ্ম্ম যােগতত্ত্ব অতি অনুপম৷৷  বলিনু তােমারে আজি নাহি কহি সবে। উত্তম রহস্য কথা শুন সখা ভবে।।৩  অর্জুন কহিলেনঃ- বহুপূর্বে জন্মিয়াছে সূৰ্য্য যে তােমার।  জন্মিয়াছ বহু পরে তুমি হে তাহার।।   কেমনে বুঝিব তবে ওহে জনার্দন।  দিবাকরে বলেছিলে যােগ বিবরণ।।৪ শ্রীভগবান কহিলেনঃ- গিয়াছে হইয়া মাের বহুজন্ম গত।  জনম নিশ্চয় পার্থ তােমার সে মত।।  আদি জানি অন্ত জানি জানি সমুদয়।  রেখেছি জানিয়া আমি ওহে ধনঞ্জয়।।৫ জনম-মরণ নাহি আমার কখন।  নিখিল ঈশ্বর আমি জানে সর্বজন।।৬ হে অর্জুন! ধৰ্ম্মহানি যখনই হয়।  অধর্মের আবির্ভাব ঘটে যে সময়।।  আপনি সৃজন করি আমি আপনায়।  আবির্ভূত হই আমি তখনি ধরায়।।৭  করিবারে পরিত্রাণ যত বুধগণে।।  দুষ্...

তৃতীয় অধ্যায় (কৰ্ম্ম-যােগ )

Image
  তৃতীয় অধ্যায় কৰ্ম্ম-যােগ     অৰ্জ্জুন কহিলেনঃ- কৰ্ম্ম হ’তে জ্ঞান শ্রেয়ঃ হলে জনার্দন।  তবে কেন ঘাের কৰ্ম্মে করিছ প্রেরণ।।১  কেন হে ব্যামিশ্র বাক্যে কর মােহময়। দেখাও একটি পথ যাতে শ্রেয়ঃ হয়।।২   শ্রীভগবান কহিলেনঃ-   তত্ত্বজ্ঞানী যােগীগণ জ্ঞানযােগে রত।  কৰ্ম্মযােগী নিত্যকরে কম্ম অবিরত।।৩   না করিলে কভু এই কৰ্ম্ম অনুষ্ঠান।  জ্ঞানাভাবে সন্ন্যাসেতে সিদ্ধি নাহি হন৷৷  কৰ্ম্মশূন্য সন্ন্যাসেতে সিদ্ধি নাহি হয়।  বৃথাই সন্ন্যাস তার জানিও নিশ্চয়।।৪ সত্তরজঃ-তমগুণ প্রকৃতি অদ্ভুত।  বাধ্য করি করে জীবে কর্মে প্রবর্তিত।৫ সংযত করি যে, জন কৰ্ম্মেন্দ্রিয়-চয়।। মনে মনে চিন্তা করে ইন্দ্রিয় বিষয়। |  সেইরূপ এ সংসারে মূঢ় মতিজন।  কপট আচারী ভণ্ড বলে সৰ্বজন।।৬ |  নিয়ত করম কর না হইয়া কামী। করার চেয়ে ভাল কৰ্ম্ম কর তুমি।।৭  কৰ্ম্ম যদি সত্য তুমি কর পরিত্যাগ।  হবে না জীবনযাত্রা কভু মহাভাগ।।৮  অতএব হে কৌন্তেয় নিষ্কাম অন্তরে।  সৰ্ব্বকৰ্ম্ম সমর্পিবে বিভু প্রীতি তরে।।৯  যজ্ঞফলে বৃদ্ধি পাবে সৌভাগ্য...